সুন্দরবনের পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বিকল্প জ্বালানিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে

# খালিশপুরে নবায়নযোগ্য জ্বালানীর দাবিতে পরিবেশ মঞ্চের মানববন্ধনে বক্তারা #
স্টাফ রিপোর্টার ঃ সোমবার বেলা ১১টায় খালিশপুর নিউজপ্রিন্ট গেটে সংলগ্ন বিআইডিসি রোডে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার ও জেডনেট বিডির যৌথ উদ্যোগে জীবাশ্মা জালানীতে নয়, নবায়ন যোগ্য জ্বালানীতে বরাদ্দের দাবিতে এ মানববন্ধন কর্মসূচীর পালন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন সংগঠনের সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, আফজাল হোসেন রাজু, এসপিজিআরসির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, খলিলুর রহমান সুমন, একুশের ্আলোর প্রধান নির্বাহী মাহবুবুল হক, বিএনপি নেতা বারেক হাওলাদার, এড. আরিফা খাতুন, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত, ইরাক আলী, নুরজাহান রিটা, মনির হোসেন, আঃ সাত্তার, জসিম উদ্দীন, বেলাল হোসেন, নয়ন, সোহেল, জামাল, ফয়সাল, ঝন্টু, এম এ হান্নান, শহিদুল ইসলাম, পেয়ার সুমন, সামসুল আলম সুমন, রফিকুল ইসলাম,শাহিন শিকদার, মোঃ নবী, জাহাঙ্গীর হোসেন, ওব্যাট থিংক ট্যাংএর সভঅপতি তানভীর স্বপন, সাঃ সম্পাদক হুমায়ারা নাজ হুমা, যুগ্ম সম্পাদক মোঃ শুভ, সানজিদা, সঞ্চিতা প্রমূখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রকৃতি, পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে দেশে তরল গ্যাসের মজুদ কমে যাচ্ছে, অন্যদিকে এলএনজি(খরয়ঁবভরবফ ঘধঃঁৎধষ এধং) আমদানি করতে গিয়ে সরকার বিপুল পরিমান ডলার ব্যয় করছে। ডিজেল,পেট্রোল এবং অকটেন আমদানি করা জ্বালানি। এসব জ্বালানি পরিবেশের ক্ষতি করে এবং জনজীবনের ব্যয় বাড়ায়। খুলনাতে নিউজপ্রিন্ট মিলের জায়গায় ভৈরব নদীর তীরে রূপসা পাওয়ার প্লান্ট তৈরি করা হয়েছে, যা পরীক্ষামূলকভাবে চালানোর সাথে সাথেই নদী ও শব্দ দূষণ শুরু হচ্ছে। জ্বালানি ছাড়া আমাদের সভ্যতা অচল হয়ে যাবে আবার পরিবেশবান্ধব বিকল্প জ্বালানির ব্যবহার এখনই শুরু করতে না পারলে এবং আমদানিতে ঘাটতি হলেই যে কোন সময় আমাদের বিদ্যুৎ, বড় বড় কারখানা বন্ধ হয়ে যাবে। রূপসা বিদ্যুৎ কেন্দ্র অন্তত ২৫% এখনই সৌরবিদ্যুতে রূপান্তরিত করা, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে সৌর বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটানো প্রয়োজন। সুন্দরবনের পরিবেশ ও প্রাণ- প্রকৃতি রক্ষায় বিকল্প জ্বালানিকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে।


