স্থানীয় সংবাদ

খুলনার পুরাতন সাতক্ষীরা সড়ক অবরোধ করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

# ৮ দফার দাবিতে আন্দোলন চলমান, পরীক্ষা হলে ফেরেনি শিক্ষার্থীরা #
# সড়ক জুড়ে শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে উত্তাল, সড়কে সাময়িক দুর্ভোগ #

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ৮ দফা বাস্তবায়নের দাবিতে এবার দৌলতপুরস্থ এটিআই সম্মুখ পুরাতন সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ ঘোষিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের শ্লোগানে-শ্লোগানে পুরাতন সাতক্ষীরা সড়কসহ ক্যাম্পাস এলাকা ছিল উত্তাল। তাছাড়া চলমান আন্দোলনকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি পালন ও ৮ দফা দাবির বাস্তবায়নে আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষার হলেও ফেরেনি। পাশাপাশি, এ চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বে ন্যায় একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটকে এখানো তালাবদ্ধ ছিল। এটিআই খুলনার শিক্ষার্থীদের এই অবরোধের মুখে পড়ে পুরাতন সাতক্ষীরা সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীদের সাময়িক দুর্ভোগ সৃষ্টি হলেও অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় আবারও স্বাভাবিক যাতায়াত শুরু হয়। এ সময় পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যৌক্তিক ৮ দফা দাবিতে এবার দৌলতপুরস্থ এটিআই সম্মুখ পুরাতন সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের এ অবরোধ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে। এ সময় শিক্ষার্থীদের ‘কৃষির সৈনিক এক হও, এক হও, খামার বাড়ির সিন্ডিকেট ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও,‘ পুলিশ দিয়ে আন্দোলন, দমানো যাবে না, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ, উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’ দিয়ে দাও’-সহ নানা শ্লোগানে ওই সড়ক ও ক্যাম্পাস সংলগ্ন উত্তাল হয়ে উঠে। পাশাপাশি, এ চলমান আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বে ন্যায় একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক সহ কয়েকটি ফটক ছিল তালাবদ্ধ। এটিআই খুলনার শিক্ষার্থীদের এই অবরোধের মুখে পড়ে পুরাতন সাতক্ষীরা সড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীদের সাময়িক দুর্ভোগ সৃষ্টি হলেও অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় আবারও স্বাভাবিক যাতায়াত শুরু হয়। এ সময় পুলিশ প্রশাসনের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
৪র্থ সিমিস্টারের শিক্ষার্থী এফ এম সজল জানান, সোমবার এটিআই’র ৪র্থ সেমিস্টারের পরিমিতি ও পরিসংখ্যান পরীক্ষা ছিল। কিন্তু, পূর্ব কর্মসূচির অংশ হিসাবে কেন্দ্রীয় ঘোষনানুসারে সড়ক অবরোধ করি, তাছাড়া আন্দোলনের কারনে পূর্ব থেকেই আমরা পরীক্ষা বর্জন করি। আমরা আমাদের ৮ টি যোক্তিক দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শেখ তাজ আহম্মেদ তামিম জানান, বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করা সহ আট দফা দাবি নিয়ে আন্দোলনের পর কৃষি উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা দাবি পূরনের আশ্বাস দিলেও তা আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি, কোনো প্রজ্ঞাপন জারিও করা হয়নি। যে কারনে আমরা আমাদের যৌক্তিক দাবির কারনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দাবি পূরন না হওয়া পর্যন্ত সম্মলিতভাবে আন্দোলন চালিয়ে যাবো।
৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বাংলাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ অত্র কলেজ শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মারুফ জানায়, কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার (২২ ডিসেম্বর) ক্যাম্পাসের সামনে পুরাতন সাতক্ষীরা সড়কে শান্তিপূর্ন কর্মসূচি হিসাবে অবরোধ করে বিক্ষোভ করি। আন্দোলন চালিয়ে যাচ্ছি, দাবি পূরন না হওয়া পর্যন্ত পরীক্ষা হলে ফিরবো না, আন্দোলন চালিয়ে যাবো। দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা আন্দোলন বন্ধ করে পরীক্ষায় হলে ফিরতে বলেছি। তারা আমাদের কথার কর্নপাত না করে তাদের কেন্দ্রীয় সিধান্তনুসারে আন্দোলন চলমান রেখেছে। শিক্ষার্থীদের আন্দোলন ও সার্বিক বিষয়ে সার্বক্ষনিক উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করে অবগত করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button