জাতীয় সংবাদ
সাংবাদিকদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করলেও সাংবাদিকদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পদত্যাগের গুঞ্জনের মধ্যে তার এই সাক্ষাতের তাৎপর্য জানতে গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকরা ঘিরে ধরলেও তিনি পাশ কাটিয়ে যান। তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও ইসিতে এসেছিলেন। মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আয়োজিত ইসির বৈঠকে ভোটে করণীয় নিয়ে ব্রিফ করেন তারা। পরে মো. জাহাঙ্গীর আলমসহ দুজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।



