জাতীয় সংবাদ

তারেক রহমানের আগমনে শাহজালালে দর্শনার্থী প্রবেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

প্রবাহ রিপোর্ট : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী ছাড়া ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। গতকাল মঙ্গলবার বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে-এ যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান বন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সব সহযাত্রী-ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তিনি আরও বলেন, এ প্রেক্ষিতে যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। বেবিচকের একটি সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ওইদিন তারেক রহমান বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত বিমানবন্দর এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। বিমান টিকিট ও পাসপোর্ট ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিএনপির যে দলটি বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এদিকে লন্ডন থেকে তারেক রহমান সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তার দেশে ফেরা উপলক্ষে যেন কোনো বিমান যাত্রী হয়রানির শিকার না হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিমানে দেশে ফিরবেন সেই বিমান থেকে শুরু করে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে। যাতে তার নিরাপত্তায় কোথাও কোনো ফাঁক না থাকে। পরিবারসহ তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তার নিরাপত্তার অংশ হিসেবেই ইতোমধ্যে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে গত সোমবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বৈঠক করেছে। ওই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানকে বহনকারী বিমানের নিরাপত্তার নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button