খেলাধুলা

দারুণ শুরুর পর শেষে গিয়ে খেই হারালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক : আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে শারজা ওয়ারিয়র্জের হয়ে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ। শেষ ওভারে তার ওপর দিয়ে তা-ব না চললে ম্যাচসেরাও হতে পারতেন বাংলাদেশি পেসার। গত সোমবার শুরুতেই তিনি আবুধাবির ব্যাটিং লাইনে বড় ধাক্কা দেন। শেষ ওভারে খরুচে না হলে দারুণ বোলিংয়ের কীর্তি গড়ে ম্যাচ শেষ করতে পারতেন তাসকিন। ম্যাচটি শেষ বলে জিতে নিয়েছে শারজা। আইএল টি-টোয়েন্টির টেবিলের শেষ দুই দলের মুখোমুখি লড়াইয়ে শারজা তৃতীয় জয় পেয়েছে চার উইকেট হারিয়ে। এই ম্যাচে তাসকিন চার ওভারে ৪১ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। এনিয়ে প্রতিযোগিতায় পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট পেয়েছেন তিনি। ইনিংসের প্রথম ওভারে বল হাতে নেন তাসকিন। চতুর্থ বলে একটি চার হজম করে শেষ ডেলিভারিতে ফিল সল্টকে আদিল রশিদের ক্যাচ বানান এই পেসার। পরের ওভারে প্রথম বলে বাউন্ডারি দেন, দ্বিতীয় বলে অ্যালেক্স হেলসকে নিজের শিকার বানান। পাওয়ার প্লেতে আরেকটি ওভার বল করেন তাসকিন। এই সময়ে তিনি তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। ১৯তম ওভারে বাকি থাকা ওভার করেন তাসকিন। ওই ওভারে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার দুটি করে ছক্কা হাঁকান তাকে। ২৫ রান দেন নিজের শেষ ওভারে। আবুধাবি ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। আদিল রশিদ ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে শারজার সেরা বোলার। ওয়াসিম আকরাম ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ২ উইকেট। লক্ষ্যে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারালেও জেমস রিউর অপরাজিত ৪২ রানে জয় পায় শারজা। শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল তাদের। প্রথম বলে চার মেরে কাজ সহজ করেন রিউ। আন্দ্রে রাসেলের পরের পাঁচ বলে সিঙ্গেল, ডাবলসে ম্যাচ জেতান ইংলিশ ব্যাটার। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চার ও এক ছয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button