খুলনায় কোভিড-পরবর্তী কর্মসংস্থান প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংকের এসএমই মতবিনিময় সভা আয়োজন

খবর বিজ্ঞপ্তি ঃ কোভিড-পরবর্তী সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পরিচালিত ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিসিইসিপি)-এর আওতায় খুলনায় একটি এসএমই মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ১৩ ডিসেম্বর ২০২৫ খুলনার নতুন বাজারের সিএসএস আভা সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রকল্পের আওতায় অর্থায়নপ্রাপ্ত উদ্যোক্তা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা। এ সময় উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত কটেজ, মাইক্রো ও স্মল এন্টারপ্রাইজ (সিএমএসই) খাতের উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এই প্রকল্প চালু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাহবুবউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক ও প্রকল্প পরিচালক কাজী তামান্না হক, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ও উপপ্রকল্প পরিচালক ড. শিরিন আকতার এবং ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এসএম আলমগীর হোসেন। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ আব্দুল মোমেন কোভিড-পরবর্তী সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রশংসা করেন। তিনি বলেন, “একটি এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্বশীল ঋণ বিতরণ, তদারকি এবং মাঠপর্যায়ে উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নীতিগত উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এসএমই উদ্যোক্তারা শুধু ঋণগ্রহীতা ননÍ তাঁরা দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ অংশীদারও।”এই সাশ্রয়ী অর্থায়ন সুবিধার ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রোজেক্ট টিমকে এই সুবিধাটি রিভলভিং সুবিধায় নিয়ে আসতে অনুরোধ করেন। উল্লেখ্য, বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে উন্নয়নমুখী আর্থিক কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক।



