কয়রায় জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ঐ গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৪ ডিসেম্বর আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনাটি হলো যে, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত কয়রা মৌজায় ৮৯৮ খতিয়ানে ৮১৯ দাগে ২.৮০ একর জমিতে বসবাস সহ ধান চাষাবাদ করে আসিতেছি। ঐ জমির দলিলে দাগ ও খতিয়ান অনুয়ায়ী আমার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ৮১৯ দাগের কোন জমি নেই। তার পরেও তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। তারই রেশ ধরে গত ১১ ডিসেম্বর আমার কয়রা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যাওয়ার প্রতিমধ্যে সুপদ বিশ্বাস সহ আরও অনেকেই আমার কাছে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে আমার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আমার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক প্রেরণ করেন। আমি সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে কয়রা উপজেলা ম্যাজিস্টেট আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলা থেকে রেহাই পেতে তারা আমার বিরুদ্ধে সেলো মেশিন ভাঙ্গা সহ জমি দখলের মিথ্যা অভিযোগ করে হয়রানী করছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে দোষীদের দৃষ্টামূলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।



