স্থানীয় সংবাদ

দৌলতপুরে বিএনপি অফিস ভাংচুর মামলার আসামী যুবলীগ নেতা ফ্যাসিস্টি বাচ্চু মোড়ল গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ মহানগর যুবলীগ নেতা ফ্যাসিস্ট বাচ্চু মোড়লকে (৫০) দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বেলা ১২টার দিকে বিএল কলেজ গেট সংয়লগ্ন রেল লাইনের একটি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান। তিনি বলেন, বাচ্চু মোড়ল যুবলীগ নেতা শুনেছি তবে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান। তাকে বিএল কলেজ রোড বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে তিনি জানান। এলাকাবাসী জানায়, বাচ্চু মোড়ল দৌলতপুরস্থ শিক্ষা প্রকৌশল অফিসে বিগত দিনে স্বঘোষিত নেতা ছিলেন। তার সাথে সমন্বয় না করে কোন দরপত্র দাখিল করতে পারতেন না সাধারণ ঠিকাদাররা। ওই প্রতিষ্ঠানের ঠিকারাী সিন্ডিকেটের অন্যতম নেতা ছিলেন তিনি। দৌলতপুরে বাড়ি আর বেগম মন্নুজান সুফিয়ান ও এসএম কামালের কাছে লোক মহানগর যুবলীগ নেতা হওয়ার সুবাধে তিনি ছিলে ওই অফিসে ত্রাস। তার হাতে নির্যাতিত হয়েছেন অনেক সাধারণ ঠিকাদার ও অফিসের স্টাফরা। তার কথাই ছিল ওই অফিসে সকল আইন। তিনি যা বলতেন প্রকৌশল অফিসে তাই করতো। ফ্যাসিস্টি পতনের আন্দোলনে ছাত্র -জনতার আন্দোলন ঠেকাতে তার ভূমিকা ছিল চোখে পড়ার মত। ছাত্র-জনতার বিজয়ের পর কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। পরে আবার এলাকায় ফিরে এসেছেন। এসে আবারো প্রকাশ্যে ঘুরে ফিরে চলছেন। সাধারণ মানুষকে হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। দৌলতপুর এলাকায় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের কাছে আতংকের নাম ছিল এই বাচ্চু মোড়ল। তার ভয়ে এলাকায় মিছিল মিটিং থাক দুরের কথা বাড়িতে ঠিকমত ঘুমাতে পারতো না বলে এলাকার বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন বলেন, গ্রেফতারকৃত বাচ্চু মোড়লকে দৌলতপুর বিএল কলেজ রোডে বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button