জাতীয় সংবাদ

পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

প্রবাহ রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। তাদের থামতে বললে তারা থামার ভান করে হঠাৎ দ্রুত গতিতে পালিয়ে যায়।
এসময় কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। এতে সন্দেহভাজনরা বাংলাদেশি টাকার বা-িলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।
পরবর্তীতে, কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকা মূল্যের ৬০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করে, যার পরিমাণ ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি।
রাইগঞ্জ পুলিশ সুপার অনুজ কুমার দাস বলেছেন, পালিয়ে যাওয়া দুই যুবকের একজন ভলান্টিয়ারের জ্যাকেট পরা ছিলেন।
তিনি আরও জানান, রায়গঞ্জ কাস্টমস বিভাগে এত বড় বাংলাদেশি মুদ্রা জব্দের ঘটনা এই প্রথম।
এদিকে সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার ভেতরে এই বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা কোথায় কী উদ্দেশে পাচার করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে কাস্টমস।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, দ্য ওয়াল

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button