জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান সময়ের অপরিহার্য দাবি : অধ্যাপক মাহফুজুর রহমান

# ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ ‘জামায়াতে ইসলামীর নিজস্ব কোনও এজেন্ডা নেই বরং আমরা বিশ্বনবী (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের দৌলতপুর থানাধীন ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। এ সময় দৌলতপুর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ১ নং ওয়ার্ড আমীর রেজাউল কবির, ২ নং ওয়ার্ড আমীর শেখ আলাউদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি নিজাম উদ্দিন খান, আরিফ হোসেন, হুমায়ুন কবির, আলী আকবার, মীর হুমায়ুন কবির, সোহরাব হোসেন, সান্টু, আরিফুল ইসলাম, জাকির হোসেন, রুম্মান, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ, মারুফ ও রাজু প্রমুখ উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়ে মহানগরী আমীর বলেন, জুলাই সনদ জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান সময়ের অপরিহার্য দাবি।



