স্থানীয় সংবাদ

কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

# বছরে সর্ব নি¤œ তাপমাত্রা খুলনায় #

স্টাফ রিপোর্টার : হঠাৎ কনকনে শীতে যেন যুবুথুবু জনজীবন। চলতি বছরে গতকাল সর্বনি¤œ তাপমাত্রা খুলনা ১৩দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আর সর্বেচ্চ তাপমাত্র ২১ দশামিক ৮ ডিগ্রি সেলসিয়াস।তবে আরও কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস। এ দিকে কনকনে শীতে সড়কে পাশে বিভিন্ন পাড়া-মহল্লায় আগুন জ¦ালিয়ে গরমের তাপ নিতে দেখা যায়। ।এছাড়া শীতে ছোট বাচ্চাদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে হাসপাতাল গুলোতে ভিড় বাড়ছে। পাশাপাশি নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষেরা আরও বেশি বিপাকে পড়ছে। এমনকি রিক্সা থামিয়ে আগুন জ¦ালিয়ে শরীরে তাপ নিতে দেখা গেছে নগরীর বিভিন্ন স্থানে। এ বিষয়ে খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ডিসেম্বরের শেষ দিকে ও জানুয়ারী মাসের ১৫ তারিখ পর্যন্ত কখনও তাপমাত্র কমমে আবার অপরিবর্তিত থাকবে। তবে ১৫ই জানুয়ারী পরে সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। এছাড়া এই কয়েকদিন তাপমাত্রার সাথে শৈত্য প্রবাহ থাকবে আবার একটু কমবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button