জাতীয় সংবাদ

‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম’ : ডা. শফিকুর রহমান

প্রবাহ রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা। এর ঘণ্টা দেড়েক পর ফেইসবুকে পোস্ট দিয়ে তাদের স্বাগত জানান জামায়াতের আমির।
এক সময় ভোটে ও সরকারে বিএনপি জোটের সঙ্গী দল জামায়াতের প্রধান শফিকুর রহমান গত এপ্রিলে তার লন্ডন সফরের সময় দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। সেসময় তারেকের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। শফিকুর বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। তখন তারেকের সঙ্গে তার বৈঠকের খবর আসে সংবাদমাধ্যম।

তবে চলতি মাসে জামায়াত আমিরের লন্ডন সফরের সময় তাদের দেখা হওয়ার কোনো খবর আসেনি। এক সময়ের জোটের দুই সঙ্গী এখন ভোটের মাঠে প্রতিদ্ব্ন্দ্বী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button