বিনোদন

স্টাইলিশ লুকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

প্রবাহ বিনোদন : দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি; বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা। কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’। নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি’। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button