স্থানীয় সংবাদ

দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ও সুখী সমৃদ্ধ শান্তির সমাজ কায়েম করতে ইসলামের পক্ষে ভোট বিপ্লব হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# খালিশপুর থানার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত ও সুখী সমৃদ্ধ শান্তির সমাজ কায়েম করতে ইসলামের পক্ষে ভোট বিপ্লব হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল মহল বিশেষের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতার লিপ্সার কারণেই তা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিপ্লবোত্তর প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী বিচারের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেয়া হলেও মহল বিশেষের হঠকারিতার কারণেই অন্তবর্তী সরকার সে অবস্থান থেকে সরে আসার মওকা খুঁজছে। কিন্তু সচেতন ছাত্র-জনতা এ সব ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের উদ্যোগে বাস্তুহারা এলাকায় গনসংযোগ চলাকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯ নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ, কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাদ, কাজী জিয়াউর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, “খালিশপুর শিল্পাঞ্চল আমাদের গর্ব, এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করেই আমরা উন্নয়নের স্বপ্ন দেখি। তিনি বলেন, এমপি হওয়া আমার মূল লক্ষ্য নয়; বরং শিল্পাঞ্চলের মানুষের খাদেম হয়ে তাদের খেদমতে নিয়োজিত থাকাই আমার একমাত্র উদ্দেশ্য। সুখে-দুঃখে, বিপদে-আপদে সব সময় শিল্পাঞ্চলবাসীর পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়নে নৈতিক নেতৃত্ব, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির বিকল্প নেই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চলকে একটি আদর্শ অঞ্চলে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে শিল্পাঞ্চলকে এগিয়ে নিতে চান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button