ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রবাহ রিপোর্ট : রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরই সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এর আগে, সকালে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ কর্মসূচি চলবে। সেই ঘোষণা অনুযায়ী, গত শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গতকাল শনিবার বেলা ২টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।



