স্থানীয় সংবাদ

রূপসায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার চিংড়ি রপ্তানি প্রতিষ্ঠান পরিদর্শন

রূপসা প্রতিনিধি :রূপসায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার হিমায়িত চিংড়ি রপ্তানি কারক প্রতিষ্ঠান টোটাল ফুড প্রোসেসিং লিমিটেড পরিদর্শন করেন। গতকাল (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত টোটাল ফুড প্রসেসিং লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শ্রমিকদের নানাবিধ সমস্যার কথা শুনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক ড. মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশন (বিএফএফইএ) এর প্রেসিডেন্ট শাহজাহান চৌধুরী,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম জহির,ভাইস প্রেসিডেন্ট কামরুল আলম,টোটাল ফুড প্রোসেসিং লিমিটেডের পরিচালক প্রফেসর মেহেদী হাসান,রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা,ফাহিম সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান পান্না, এসিআাই এগ্রোর বিজনেস ডিরেক্টর মোঃ ইশতিয়াক, এম ইউ সী ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দত্ত, লকপুর গ্রুপের ডিএমডি হাবিবুর রহমান,রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.আহসান হাবীব প্রামাণিক,মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button