স্থানীয় সংবাদ

বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি ঃ কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়কটি উন্নয়নের নামে জন ভোগান্তি ও হরিলুটের প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয় সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ জামাল মোড়লের পরিচালনায় প্রতিবাদ সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারন সম্পাদক মাহাবুব খোকন বলেন, কয়রা -বেতগ্রাম আন্চলিক মহাসড়ক উন্নয়ন ও সংস্কার লক্ষে খুলনা সড়ক ও জন পথ গত ১লা (এক) জানুয়ারী, ২০২০ সালে ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৭হাজার টাকা মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহার এন্টারপ্রাইজ কে কার্যাদেশ প্রদান করেন। (৫) পাঁচ প্যাকেজে বিভক্ত এ প্রকল্পের মূল কাজ ছিল ৬৪ কিলোমিটার সড়কটি মজবুত, ঝুকিপূর্ন ৩৪টি বাক সরলীকরণ এ ছাড়া (১০০) একশত মিটার নদী শাসনের কাজ। সম্প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কপিলমুনি বাজারের বাক সরলীকরন নামে সাবেক একজন প্রভাব শালি জন প্রতিনিধি অর্থের বিনিময় একজন ব্যবসায়ীর সরকারি পেরিফেরি সম্পত্তির উপর নির্মিত ভবন সহ ব্যবসা রক্ষা করার জন্য সেই ভবন অপসারণ না করে সড়কের উল্টো পাশ্বে উচ্ছেদের জোর তৎপরতা চলায়,এতে একদিকে যেমন সড়ক টি সোজা হচ্ছে না। অন্য দিকে জমি অধিগ্রহনের জন্য সরকারকে খরচ করতে হচ্ছে কোটি কোটি টাকা পাশাপাশি অনেকে হারাচ্ছেন বসত বাড়ি, দোকান পাট,শিক্ষা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,জানিয়ে আরও বলেন। সড়কটি চলাচলে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালকদের। বিশেষ করে এই দুর্ভোগ বর্ষা মৌশুমে কয়েক গুন বেড়ে যায়,এবং স্কুল কলেজ গামি ছাত্র/ছাত্রি,সাধারন পথচারি ও যানবাহন মারাত্মক ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ (২)দুই বছর মেয়াদী কাজ টি ৩০ শে জুন২০২২ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলে ও তা তো হয়নি উপরন্ত গত সাড়ে চার/পাচ বছর ধরে মানুষ কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে । কাজের কাঙ্খিত অগ্রগতি না হলেও প্রাকলিত ব্যয় ৩৩৯ কোটি (৫৮) লাখ ৪৭ হাজার থেকে বেড়ে ৩৭৯ কোটি ৪৮ লাখ ১০ হাজারে দাড়িয়েছে এবং ঠিকাদার ইতি মধ্যে প্রায় দুইশত(২০০) কোটি টাকা উঠিয়ে নেওয়ায় তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন উন্নয়নের নামে দীর্ঘ দিন সড়কটি ফেলে রেখে জন ভোগান্তি সৃস্টি হওয়ায়, দ্রুত সংস্কার মেরামত করার আহব্বান জানিয়ে হরিলুটের সাথে জড়িতদের চিন্হিত করে সঠিক তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে আরো বক্তিতা করেন ও উপস্হিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু,জি এম মহিউদ্দিন, মোঃ কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক,মোঃ কামরুল ইসলাম ভুট্রো,সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু,খন্দকার তৈয়েবুল ইসলাম টিম,তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, লিটন মিত্র মোঃ মনিরুজ্জামান মিলন,মোঃ মামুন অর রশিদ,মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু মোঃ আবু বক্কার মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button