স্থানীয় সংবাদ

ভোট কেন্দ্রে জ্ঞান ও মন অনুযায়ী ভোট দিন, রাজনীতি নয়, সেবাই প্রথম : আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৪ আসনের প্রার্থী ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল শনিবার (২৭ ডিসেম্বর) রুপসার আইচগাতী বেলফুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ভোট কেন্দ্রে জ্ঞান ও মন অনুযায়ী ভোট দিন, রাজনীতি নয়, সেবাই প্রথম। এই অঞ্চলে প্রতিপক্ষ বলে কিছু নেই। আমরা সবাই রূপসার সন্তান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আমরা সবাই মানুষ এবং খুলনার সন্তান। এখানে আমি রাজনীতি করি না, আমি সমাজসেবা ও মানবসেবা করি।
তিনি আরও বলেন, “আপনারা ভোটের মাঠে যেকোনো প্রার্থীকে বেছে নিতে পারেন। অনেকের আমাকে পছন্দ নাও হতে পারে, তবুও আপনারা আপনার মতামত অনুযায়ী ভোট দিন। যদি আমি আপনার চোখে বা অন্তরে স্থান পাই, তবে আপনার ভোট আমার দলের মার্কায় পড়বে। হেলাল সমাবেশে বলেন, যদি সুযোগ পান যে কেউ আপনার কথা শোনে, তবে তাদেরকে সৎ কাজের পরামর্শ দিন, ভালো কাজের প্রেরণা দিন এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে বলুন। অতীতে এই অঞ্চলে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, কিন্তু এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ বাস করে। আমাদের পরিচয় একটাই বাংলাদেশি। নায়ক তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তিনি আরও বলেন,আজকে এই সুন্দর মনের মানুষদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।সমাবেশ ও দোয়া মাহফিল শেষে হেলাল রুপসার বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের বাড়িতে সাময়িক সময় অবস্থান করেন এবং রাতে ঘাটভোগে সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকেন। শেখ আবদার আলীর সভাপতিত্বে সঞ্চালনা করে শেখ হাফিজুর রহমান,সুধীজনের মধ্যে উপস্থিত ছিলেন,মো: শফিকুল ইসলাম,আফজাল শেখ,ড. সৈয়দ কামরুল ইসলাম,শিকদার বেলায়েত হোসেন,ইসলাম খান,আলহাজ্ব মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি জুনায়েদ হোসেন,আব্দুর রহমান,মনি শংকর বাবু,জাহাঙ্গীর আলম, রাজা মনিরুজ্জামান তছলিম,অহেদুজ্জামান বাতেন,লিটন বিশ্বাস, মনিরুজ্জামান, সংকর দেবনাথ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান,আব্দুস সালাম মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, লিটন তালুকদার,শফিকুল ইসলাম বাচ্চু, শেখ আবু সাঈদ, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মো: রয়েল, শেখ শফিকুল ইসলাম, সরদার ফরিদ আনোয়ার,আব্দুর রহমান, মাসুম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button