আন্তর্জাতিক

পশ্চিম তীরে উস্কানিমূলক কর্মকা- থেকে নেতানিয়াহুকে বিরত থাকতে বললেন ট্রাম্প

প্রবাহ ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে মার্কিন অ্যাক্সিওস পোর্টাল জানিয়েছে, ফ্লোরিডায় আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা নেতানিয়াহুকে পশ্চিম তীরে উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে এবং এই অঞ্চলে তার নীতি সংশোধন করার আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, ট্রাম্প এবং তার কর্মকর্তারা ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক অস্থিতিশীলতা এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণের কথাও উত্থাপন করেছেন।’ প্রতিবেদনে বলা হয়, মার্কিন বার্তাটি ছিল যে, পশ্চিম তীরে গতিপথ পরিবর্তন করা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামত করার জন্য প্রয়োজন এবং এটি আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রশাসনিক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘পশ্চিম তীরে উত্তেজনা গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।’ বছরের পর বছর ধরে পশ্চিম তীরে বসতি নির্মাণ অব্যাহত রয়েছে। এটি বহু দশক ধরে চলমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত সমাধানের অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত। ২০১৬ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ২৩৩৪ নম্বর প্রস্তাব গ্রহণ করে- যেখানে ইসরায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়। পরে ইসরায়েল এই প্রস্তাব মেনে চলতে অস্বীকৃতি জানায়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button