স্থানীয় সংবাদ

খালিশপুরে বাড়িওয়ালার কাছে নারী শিক্ষার্থী লাঞ্ছিত

# থানায় অভিযোগ #

স্টাফ রিপোর্টার : নগরীর খালিশপুর থানাধীন বৈকালী এলাকায় ফারজানা জুইঁ নামে এক নারী শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী বৈকালী ইম্প্রেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং খুলনা বিএসএিসর শিক্ষার্থী জুঁই। তিনি থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, আমি বৈকালী বাজার সংলগ্ন এলাকায় নাজমুল পাপনের ভাড়া বাড়ীতে দীর্ঘদিন ভাড়াটিয়া ছিলাম। আমি গেল দুই মাস আগে বাড়ী ছাড়ার বিষয়ে অবগত করি। যার প্রেক্ষিতে গেল ৩০শে ডিসেম্বর আমাকে বলে আপনি আজ চলে যাবেন। তবে আমি বলি আমি ৩১ তারিখে চলে যাবো। এখনও একদিন সময় আছে। এই কথা শুনে আমার ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমাকে শারিরীক ভাবে আঘাত, মারধর লাঞ্ছিত ও টেনে হিঁচড়ে গালিগালাজ করে আমার আসবাবপত্র আমাকে বের করে দেয়। আমি একজন নারী হিসেবে লজ্জিত। আমার পরিবার থাকে কিশোরগঞ্জ এখানে কোন আপন মানুষ নেই আমি আতংকগ্রস্ত অবস্থায় আছি । তবে বিষয়টি নিয়ে বাড়ীওয়ালা নাজমুল পাপন বলেন, সে নিজেই বলেছে আমি ৩০ তারিখে ঘর ছাড়বো সেই প্রেক্ষিতে আমি তাকে যেতে বলেছি। আমি কোন মারধর করিনি। মেয়েটি আমার স্ত্রীকে মেরেছে দুইজনের মারামারি ঠেকাতে গিয়েছি। এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগের বিষয়ে আমি জানিনা খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নিব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button