জাতীয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন

প্রবাহ রিপোর্ট ঃ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্র ধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া বেলা ৩টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্র ধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্র াপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিন বাহিনীর প্রধানগণ। এছাড়া জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এর আগে জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ নেতা-কর্মী সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বুধবার বাদ জোহর এখানেই দেশের প্র থম নারী প্র ধানমন্ত্রীর জানাজার প্র স্তুতি নেয়া হয়।
সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্র াথমিকভাবে কথা ছিল তার মরদেহ প্র থমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।
কিন্তু পরে তার মরদেহবাহী গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়। সকাল ৯টা ১৬ মিনিটে খালেদা জিয়ার মরদেহ গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে প্র বেশ করে। বাসভবনে মরহুমার কফিনের পাশে কিছু সময় অবস্থান করেন বিএনপির ভারপ্র াপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৩০ মিনিটে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করেন তারেক রহমান। এসময় বাসভবনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে মরদেহবহনকরী গাড়িবহর রওয়ানা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button