জাতীয় সংবাদ

অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়াকে শেষ বিদায়

# যতদূর দৃষ্টি যায় জানাযায় শুধু মানুষ আর মানুষ #

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যায়, কেবল মানুষের মাথা। দেশের তিনবারের সাবেক প্র ধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের আগেই গোটা রাজধানীর রাজপথ যেন শোকার্ত মানুষের দখলে চলে গেছে। যেখান থেকে আর কোনোদিন ফেরা হবে না, সেই অনন্ত যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী আজ লাখ লাখ মানুষের শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা আর তপ্ত চোখের জল। জানাজাস্থলে উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীÍকারও চোখই আজ শুকনো নেই। প্রি য় নেত্রীকে হারানোর বেদনায় অনেকে হাউমাউ করে কেঁদে উঠছেন, আবার কেউ নিরবে চোখ মুছছেন। একে অপরকে সান্ত¡না দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেত্রী জীবনের শেষ মুহূর্তে যে কেবল একটি দলের নেত্রী নন, বরং জাতীয় ঐক্যের প্র তীকে পরিণত হয়েছিলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত জনস্রোতই তার সবচেয়ে বড় প্র মাণ। সারাদেশ থেকে হাজার হাজার মানুষ শেষবারের মতো এই ‘আপসহীন’ নেত্রীকে একনজর দেখতে ছুটে এসেছেন। প্র কৃতিও যেন আজ তাঁর বিদায়ে করুণা দেখাচ্ছে; গত কয়েকদিনের হাড়কাঁপানো কনকনে শীত ও কুয়াশা সরিয়ে আকাশে উঠেছে ঝলমলে মিষ্টি রোদ, যা আগত জনতাকে কিছুটা স্বস্তি দিচ্ছে। আজ বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে রাষ্ট্রীয় প্রে াটোকলে লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে বেগম জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় আনা হয়। এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয়েছিল গুলশানে তাঁর ছেলে তারেক রহমানের বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এই বিশাল শোকযাত্রা। দুপুর দেড়টা নাগাদ দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ ছাপিয়ে মানুষের এই স্রোত ফার্মগেট ও এর আশপাশের সড়কগুলোতেও আছড়ে পড়েছে। পুরো এলাকাকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনিসহ নানা বার্ধক্যজনিত জটিলতায় ভুগে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি চড়াই-উতরাই ও প্র তিকূলতা পাড়ি দেওয়া এই নেত্রীর প্র য়াণে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে এবং সারাদেশে সাধারণ ছুটি চলছে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে তাঁর স্বামী ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হবে। এক মহাকাব্যিক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত হওয়ার অপেক্ষায় এখন এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই মহীয়সী নেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button