জাতীয় সংবাদ
ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল নাম একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। নিহত রুবেল রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খিলগাঁও ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান রুবেলের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরও জানান, নিহত পুলিশ সদস্যের লাশ মুগদা হাসপাতালের রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



