বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিজেএ খুলনা জেলার শোক

খবর বিজ্ঞপ্তি ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু , সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ মানজারুল ইসলাম, নির্বাহী সদস্য বাপ্পি খান ও মোঃ হেলাল মোল্লাসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক, সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে চির অম্নান হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা কখনো পূরণ হবে না। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।



