দারুল উলুম মাদ্রাসার নুরানী বিভাগের উদ্বোধনী ক্লাস দোয়া ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার নুরানী কিন্ডার গার্টেন বিভাগের ২০২৬ শিক্ষা বর্ষের উদ্বোধনী ক্লাস, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৯ টায় মাদ্রাসায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুশতাক আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা মোশারফ হোসাইন, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন কাসেমী এবং সিনিয়র শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান। বাৎসরিক তথ্যবলি ও নিয়মাবলি পেশ করেন নুরানী কিন্ডার গার্টেন বিভাগের প্রধান শিক্ষক মাওলানা আল আমিন শেখ। প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের পুরষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুসতাক আহমাদ। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।



