স্থানীয় সংবাদ

দৌলতপুর জুট মিলের শ্রমিকরা তিন মাস যাবৎ বকেয়া না পেয়ে আন্দোলনে

# চার দিন ধরে চলছে অবস্থান ধর্মঘট #

স্টাফ রিপোর্টারঃ বন্ধ ঘোষিত দৌলতপুর জুট মিলে লিজ গ্রহীতা ইউনিওয়ার্ল্ড ওয়্যার নামক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা ৩ মাস যাবৎ বকেয়া না পেয়ে আন্দোলনে নেমেছে। তারা গত চার দিন ধরে মিলের ভিতরে অবস্থান ধর্মঘট পালন করছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা মিল অভ্যন্তরে ধর্মঘট পালন করছে। শ্রমিক নেতা জয়নাল আবেদীন জানান, গত নভেম্বর মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। মিলে ১২০ জন শ্রমিক রয়েছে। যারা বেতন না পেয়ে মানবেতর জীবন যাবন করছে। আরেক শ্রমিক শেখ ফরিদ জানান, তাদের মাসিক বেতন ৬ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা মিলের ভিতরে অবস্থান ধর্মঘট পালন করছেন। গত ৪ দিন ধরে তারা আন্দোলন করলেও কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। আরেক শ্রমিক নজরুল ইসলাম জানান, তাদের বকেয়া না দিয়ে কর্তৃপক্ষ সম্প্রতি ৫৩ বেল্ট উৎপাদিত পণ্য বিক্রি করেছে। অথচ তাদের বকেয়া দেয়া হচ্ছে না। আরেক শ্রমিক মাজেদা বেগম জানান, বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা কাজে যোগ দিবেন না। এ আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আরেক শ্রমিক আক্তার হোসেন জানান, এ মিল মালিক ফ্যাসিস্ট। ফরসুন গ্রুপের এ মিল আজ বন্ধ হতে চলেছে। ইতোমধ্যে মিলের একাংশে জুতা উৎপাদন করা হতো তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জুটের অংশ বন্ধ করতে তারা ষড়যন্ত্র করছে। এ জন্য তারা সরকারের বদনাম করছে। অবিলম্বে তাদের বকেয়া পরিশোধের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button