জাতীয় সংবাদ

ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

প্রবাহ রিপোর্ট : বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়া আর নেই। শনিবার ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মেয়ে অঞ্জনা বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ২০০৬ সালে ব্রেন স্ট্রোকের পর সুকুমার বড়ুয়ার ডান পা অবশ হয়ে যায়। এরপর থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ৮৮ বছর বয়সী এই ছন্দ জাদুকর। সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সর্বানন্দ বড়ুয়া ও মা কিরণ বালা বড়ুয়া। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯৯ সালে স্টোরকিপার হিসেবে তিনি অবসরে যান। প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে সুকুমার বড়ুয়া বাংলা শিশুসাহিত্যে এক অনন্য অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (দুই খ-), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা ও জীবনের ভেতরে বাইরে। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরকার ২০১৭ সালে সুকুমার বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।
গোলাম আকবর খোন্দকারের শোক: ছড়াকার সুকুমার বড়ুয়ার প্রয়াণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, সুকুমার বড়ুয়া বাংলা সাহিত্যের বিখ্যাত ছড়াকার। গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকে ত্যাগ করেছেন। তিনি বাংলা একাডেমি, একুশে পদক,শিশু একাডেমি পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ছড়াকার সুকুমার বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে। তার বাবার নাম সর্বানন্দ বড়ুয়া এবং মা কিরণবালা বড়ুয়া। তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ অনেক বন্ধুবান্ধব আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে যান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button