জাতীয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু প্রতিনিধিদল। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডাকসুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের পক্ষ থেকে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানানো হয়। একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়। সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে। তিনি বাংলাদেশের স্বার্থে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল। দেশ ছিল অনেক বেশি অস্থিতিশীল। নিশ্চয়ই আমি চাইবো না, আমার সন্তানরাও এমন বাংলাদেশ ফেইস করুক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থি রাজনীতিকে ধারণ করে দেশের স্বার্থে সব ধরনের আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ডাকসু নেতারা। এছাড়া ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই জারি রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button