জাতীয় সংবাদ

বিএনপির ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ তারেক রহমানের

প্রবাহ রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের সব স্থান থেকে আগামী তিন দিনের মধ্যে ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে বলে জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৈঠক শেষে তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, মহানগর দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের রাজু আহমেদ ও ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ব্যানার ও পোস্টার রাজনৈতিক মতপ্রকাশের একটি মাধ্যম হলেও এসব লাগানোর ফলে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা ক্ষুণ্ন হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জনসাধারণের চলাচলেও বিঘœ সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কার্যক্রম শুরু করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশকারী ব্যানার ও পোস্টার হয়তো আরও কয়েকদিন থাকবে। রুহুল কবির রিজভী আরও বলেন, ইতোমধ্যে দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে এবং কোনো কর্মসূচি শেষ হলে সংশ্লিষ্ট ব্যানার-পোস্টার নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ঢাকায় এর সূচনা করা হয়েছে এবং সারা দেশেই এই কার্যক্রম চলবে। আশা করা হচ্ছে, তিন দিনের মধ্যেই দেশজুড়ে সব ব্যানার ও পোস্টার অপসারণ সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button