হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

প্রবাহ রিপোর্ট ঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে সমবেত হন। বেলা পৌনে ২টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে- হাদি, হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’, ভারত না বাংলাদেশ-বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে ‘শাহবাগ শহীদ হাদি চত্বরে’ এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।



