সঠিক ধারার রাজনীতি চালু হলে জিয়া ও খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

খবর বিজ্ঞপ্তি ঃ শোকে আচ্ছন্ন খুলনায় গতকালের স্মরণসভায় বক্তারা বলেন, দেশে সঠিক ধারার রাজনীতি চালু হলে শহীদ জিয়া ও খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। দুজনই দেশপ্রেমের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে উন্নয়নের রাজনীতি এবং সার্বভৌমত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। স্মরণসভায় একাধিক বক্তা ‘দেশের বাইরে আমার ঠিকানা নেই’ বেগম জিয়ার এ উক্তি শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা আরও বলেন, ‘শহীদ জিয়া ও বেগম জিয়া অমর হোক’ এ স্লোগানকে আগামীর প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। খুলনা মহানগরীর বিএমএ মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘চেতনায় আপসহীন নেত্রী’ নামে সদ্য গঠিত সামাজিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তারা বলেন, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বেগম জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে জাতি সুষ্ঠুভাবে ভোটদানের সুযোগ পায়। এক-এগারোর সময় নির্যাতন ও কারাভোগ তাঁর সংগ্রামী জীবনকে দমাতে পারেনি। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন অটল। বারবার তিনি বলেন, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। তাঁর আপসহীন নেতৃত্বের কারণে শ্রদ্ধাভরে দেশের লাখ লাখ মানুষ জানাজায় শরিক হয়। অশ্রুসিক্ত নয়নে গণতন্ত্রমনা মানুষ তাঁকে চিরবিদায় দিয়েছে। তিনি ভিন্নমতের প্রতি সব সময় শ্রদ্ধা প্রদর্শন করেছেন। ওয়ান-ইলেভেনে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি কামনা করে খালেদা জিয়ার বিবৃতি রাজনীতিতে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করে। সকল মতাদর্শের মানুষ, এমনকি এশিয়ার গণতন্ত্রমনা মানুষ ‘মাদার অব ডেমোক্রেসি’ বলে স্বীকৃতি দেয়। তাঁর মৃত্যুতে গণতান্ত্রিক রাজনীতির শূন্যতার সৃষ্টি হলো। এ সংগঠনের আহ্বায়ক ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মো. আবু তৈয়ব স্মরণসভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন খুলনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, নগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও খুলনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আয়োজক সংগঠনের সদস্য সচিব ও সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষ পর্বে ইউসুফিয়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে খুলনায় দেশনেত্রী খালেদা জিয়া নামে প্রবন্ধ পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আসাদুজ্জামান মুরাদ, জেলা যুবদলের সভাপতি রুবায়েত হাসান, মোল্লা খাইরুল ইসলাম, বিসিবির পরিচালক জুলফিকার আলী জুলু, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইস্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুন্নাহার নিশি। এ ছাড়া অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, দিদারুল আলম, রাশেদুল ইসলাম, সরদার আবু তাহের, সোহরাব হোসেন, শামিমুজ্জামান, এহতেশামুল হক শাওন, ফকির শহিদুল ইসলাম , মিজানুর রহমান মিল্টন, হুমায়ূন কবির রানা, আব্দুর রাজ্জাক রানা, আশরাফুল ইসলাম নুর, আব্দুল্লাহ আল মামুন রুবেল, বেল্লাল হোসেন সজল, রামিম চৌধুরী, তানজীম আহমেদ, নুরুল আমিন, মো. রাজু আহমেদ, সাইফুল ইসলাম, খায়রুল আলম, বদরউদ্দিন, সাব্বির ফকির, উম্মে উমামা রাত্রি, সাদি, সাফায়েত হোসেন শাওন, শামসুর নাহার নিশি, হুমায়ুন কবির বাবলু, আজিজুল ইসলাম , শেখ আশরাফুল আবিদ উৎসব, ইমরুল ইমন, বাদল শিকদার, নাগরিক ফোরামের জিএম মইন উদ্দিন , তমাল, শাকিল, ঝুমুর প্রমুখ।



