স্থানীয় সংবাদ
এমইউজে খুলনার নাগরিক শোকসভা আজ

# বেগম খালেদা জিয়ার স্মরণে #
খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় ঐক্যের প্র তীক, সাবেক প্র ধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে নাগরিক শোকসভা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। খুলনা প্রে সক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১১টায় এ নাগরিক শোকসভা শুরু হবে।
এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শোকসভায় ইউনিয়নের সদস্য, কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

