জাতীয় সংবাদ

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

প্রবাহ রিপোর্ট : বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম। হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ করতোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিবগঞ্জ-০২ আসনে মনোনয়ন যাছাই বাছাই করে তিনি এ আদেশ দেন।
পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন। তার আগে, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মামলার আসামিসহ পলাতক থাকার জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।
এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।
উল্লেখ্য, ৩৭ (শিবগঞ্জ) বগুড়া-০২ আসনে সর্বমোট ০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button