জাতীয় সংবাদ

পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ দুই আসামি আটক

প্রবাহ রিপোর্ট ঃ চাঁদপুরে শাহারাস্তি থানা পুলিশের অভিযানে ৯এমএম তরাশ ও একটি ৭.৬২ পিস্তল ও ৩০ রাউন্ড গুলিসহ দুই আসামি আটক করা হয়েছে। শুক্রবার(২ জানুয়ারি,২০২৬খ্রি.) রাত অনুমান ৮.১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ শাহরাস্তি এর নেতৃত্বে শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন জমির উদ্দিন বেপারী বাড়ির জনৈক মোঃ আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নয়াস্ত্র আছে মর্মে সংবাদ পেয়ে উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে তার পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। এসময় একটি ৯এমএম তরাশ পিস্তল ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ অভিযানে লাভলী বেগম (৪০), স্বামী-মোঃ আলমগীর হোসেন, মোঃ ফয়সাল হোসেন ওরফে শাকিল (২১), পিতা-মোঃ আলমগীর হোসেন, মা ও ছেলে উভয় সাং-পশ্চিম উপলতা, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর গ্রেফতার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ লুৎফর রহমান। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button