আন্তর্জাতিক

ইয়েমেন সংকটে সংযমের আহ্বান সংযুক্ত আরব আমিরাতের

প্রবাহ ডেস্ক : সৌদি আরব সমর্থিত বাহিনী দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীদের দখল করা অঞ্চল পুনরুদ্ধার করার পর ইয়েমেনে দ্রুত বাড়তে থাকা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনিদের সংযম বজায় রাখার ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধির দিকে না গিয়ে সবারই নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা মূল লক্ষ্য হওয়া উচিত। সৌদি সমর্থিত বাহিনী হাদরামাউতের গুরুত্বপূর্ণ এলাকা এসটিসির কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং রাজধানী মুকাল্লার কিছু অংশে প্রবেশ করেছে। গত মাসে সংক্ষিপ্ত সময়ের জন্য এই অঞ্চল দখল করা এসটিসি স্বাধীনতার জনমত যাচাইয়ের দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন পরিকল্পনা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট পর্ষদের প্রধান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, তিনি সৌদি আরবকে অনুরোধ করেছেন যেন দেশটির দক্ষিণ বিষয়ক সমস্যা সমাধানের জন্য একটি ফোরাম আয়োজন করা হয়। তিনি আশা প্রকাশ করেছেন, সংলাপের মাধ্যমে দক্ষিণের সব রাজনৈতিক দল একত্রিত হবে। সংকটটি উপসাগরীয় দেশগুলোর সমর্থিত জোটকে ভেঙে দিয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘস্থায়ী বিরোধ তীব্র করেছে। সম্প্রতি সৌদি আরব হাদরামাউতে একটি ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে এবং বাকি থাকা সংযুক্ত আরব আমিরাতের বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা আমিরাত মেনে নিয়েছে। দশক ধরে বিভক্ত ইয়েমেন কৌশলগতভাবে সৌদি আরব ও বাব আল-মান্ডেব প্রণালির মধ্যে অবস্থিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনে দক্ষিণ ইয়েমেন নিয়ন্ত্রণ করছিল এসটিসি, তবে গত মাসে হঠাৎ এই অঞ্চল দখলের পর স্বাধীনতার আশঙ্কা এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থিত জোটের অস্থিতিশীলতা বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button