ঢাকার ১৩ আসনে ১১৯ মনোনয়ন বৈধ, বাতিল ৫৪টি

প্রবাহ রিপোর্ট : ঢাকা মহানগরের ১৩টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জমা দেওয়া ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৫৪টি মনোনয়নপত্র বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দীন আহমেদ চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩ আসনে মোট ২৫৩ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি করেছিলাম। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন। গতকাল শনিবার যাচাই-বাছাই শেষে ১১৯টি মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর একটি মনোনয়নপত্র স্থগিত আছে, তিনি সময় চেয়েছেন। এই হচ্ছে ১৭৪টি মনোনয়নপত্রের হিসাব। বৈধ বিবেচিত হয়েছেন ১১৯ জন প্রার্থী। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দরকার। স্বাক্ষর থাকলেও তাদের শনাক্ত করা যায়নি, অনেকে হলফনামায় স্বাক্ষর করেননি। কাগজপত্রের কিছু ঝামেলা, আর কিছু রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত। কিছু আছে, যার দ্বারা স্বাক্ষরিত হওয়ার কথা, সেই প্রপার ব্যক্তি সেটাতে স্বাক্ষর করেননি, সেজন্য বাতিল হয়েছে। বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল করার সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।



