জাতীয় সংবাদ

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

প্রবাহ রিপোর্ট : ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।গতকাল শনিবাররিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। এদিকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।বাতিল ঘোষণার পর জারা সাংবাদিকদের জানান, মনোনয়ন পাওয়ার জন্য যে এক শতাংশ স্বাক্ষর সংগ্রহের কথা আমরা তার চেয়ে বেশিই সংগ্রহ করেছি। এরমধ্যে দশ জনের স্বাক্ষর যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন দুজনের স্বাক্ষরের সমস্যা পায়। এ জন্য মনোনয়ন বাতিল ঘোষণার করা হয়েছে।তিনি জানান, দুই জনের মধ্যে একজন জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু জানার উপায় ছিল না তিনি এই আসনের ভোটার না।তাসনিম জারা আরও বলেন, আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে, তাতে তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন।স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি।প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button