শিরোমণি বাজারে ভোক্তা অধিকারের অভিযান : ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার পরিচালিত এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানে আব্দুল্লাহ (গ্যাসের দোকান) ৬ হাজার টাকা , ইসলাম ব্রাদার্স এবং কফি হাউস কে ৬ হাজার টাকা এবং জিয়াা কনফেকশনারী কে ৪ হাজার টাকা বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায়া করে। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এই অভিযানের নেতৃত্ব দেন। বাজার তদারকিকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করছে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত সহায়তা দিতে খানজাহান আলী থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক দিনারা জামান জানান, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তারা যাতে প্রতারিত না হয়, সেজন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের স্বচ্ছতার সাথে ব্যবসা করার এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।



