ভোটের মাঝেও ভিডব্লিউবি ও মা-শিশু সহায়তা কর্মসূচি সচল থাকবে

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন জনস্বার্থ বিবেচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দুটি সামাজিক সুরক্ষা কর্মসূচি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে এই কার্যক্রমগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের পরিবর্তে সরাসরি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কর্মসূচি দুটি হলো- ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই দুটি কর্মসূচি জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে চলমান রাখার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনি কার্যক্রম চলাকালে উল্লিখিত প্রকল্প দুটি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালনা করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।



