থাইল্যান্ড থেকে আসছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

প্রবাহ রিপোর্ট : বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে তেল পৌঁছে দিতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই সয়াবিন তেল সংগ্রহ করা হবে। দুই লিটার পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার তেলের মূল্য পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। তবে শুল্ক, পরিবহন ও টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছানোর অন্যান্য আনুষঙ্গিক খরচসহ প্রতি লিটারের মোট দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে এই তেল কেনার প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা বিস্তারিত পর্যালোচনার পর অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, আমদানি করা এই তেল খোলাবাজারে সরকার নির্ধারিত বর্তমান মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হবে। তবে সরকার এটি কেনা দামের চেয়ে কিছুটা বেশি মূল্যে বিক্রি করবে, ফলে এই আমদানিতে সরকারের কোনও ধরনের ভর্তুকির প্রয়োজন হবে না।



