স্থানীয় সংবাদ

বঙ্গোপসাগরে ভাঙ্গছে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য্যের পর্যটন কেন্দ্র কটকা

# ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চেয়েছে বনবিভাগ

আবু-হানিফ, শরণখোলা, (বাগেরহাট) প্রতিনিধি ঃ সাগরে ভাঙ্গছে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য্যের অন্যতম পর্যটন কেন্দ্র কটকা। সাগরে বিলীন হয়েছে বনরক্ষীদের ব্যারাক, চলাচলের রাস্তা, পুকুর, রেষ্ট হাউসসহ বেশ কয়েকটি পাকা স্থাপনা এবং গাছপালা। অপরদিকে, জৌলুস হারাচ্ছে কটকার আরেকটি পর্যটন স্পট জামতলা সী-বীচ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র কটকা এছাড়াও ক্রমান্বয়ে বঙ্গোপসাগরে ভাঙ্গছে কটকার বনভূমি। গত দুই বছরে কটকা অভয়ারণ্য পর্যটন কেন্দ্রের কয়েকটি পাকা স্থাপনা, রাস্তা, ও গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মতিউর রহমান বলেন,দীর্ঘদিন যাবৎ সাগরের ভাঙ্গনের কবলে পড়েছে কটকার বনাঞ্চল। প্রতিনিয়ত বনভূমি ও গাছপালা সাগরে বিলীন হচ্ছে। ভাঙ্গনের কারণে গত দুই বছরে কটকার বনরক্ষীদের দুইটি ব্যারাক,একটি রেস্ট হাউস ভবন, লোক চলাচলের রাস্তা, পুকুর এবং বিপুল পরিমাণ গাছপালা সাগরে বিলীন হয়েছে। কয়েকবার ষ্টাফ ব্যারাক সরাতে হয়েছে। বর্তমানে সাগর অতি কাছে চলে এসেছে। আগামী বর্ষা মৌসুমে এখন বিদ্যমান ব্যারাক,অফিস ও রেস্ট হাউস সাগরে চলে যেতে পারে বলে আশংকা রয়েছে। ভাঙ্গন ঠেকাতে কংক্রীটের ব্লক ফেলা দরকার বলে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। অপরদিকে, সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট কটকার জামতলা সী-বীচ তার যৌলুস হারাতে বসেছে। সী-বীচে এখন তেমন বালু নেই। বীচ এখন অনেকটা কর্দমাক্ত হয়ে পড়েছে। প্রাকৃতিকগত কারণে বীচের বালু জোয়ারের পানিতে সুন্দরবনের মধ্যে উঠে গেছে। জামতলা সী-বীচে ঘুরতে আসা একাধিক পর্যটক গণমাধ্যমকে বলেন জামতলা সী-বীচের রুপ জৌলুস এখন অনেকটা হারিয়ে গেছে বলা যায়। এখানে এখন সী-বীচের সৌন্দর্য নেই। কর্দমাক্ত বীচে হাঁটা যায়না বলে জানালেন পর্যটকসহ অনেকে। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন,গত কয়েক বছর ধরে বঙ্গোপসাগরের ভাঙ্গনের কবলে পড়েছে কটকাসহ অনেক বনাঞ্চল। কটকায় বেশ কিছু পাকা স্থাপনা পুকুর সাগরে বিলীন হয়েছে। ভাঙ্গণ ঠেকাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শণ করে প্রস্তাবনা জমা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ডিএফও জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button