মরহুম আলী আকবার’র পরিবারকে সমবেদনা জানাতে খুলনা-৩ আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী বকুল

স্টাফ রিপোর্টার : দৌলতপুর রেলিগেট (বড় বাড়ী) এলাকার মরহুম নুর ইসলাম ব্যাপারীর বড় ছেলে বিশিষ্ট পাট ব্যবসায়ী আলী আকবর ব্যাপারী (৬৮)ব্রেন স্টোকজনিত কারণে মঙ্গলবার দুপুর সোয়া ১ টায় খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম আলী আকবর ব্যাপারীর মৃত্যুর সংবাদ শুনে খুলনা-৩ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রেলগেটস্থ তার নিজ বাড়িতে ছুটে আসেন। এ সময়ে সাথে স্থানীয় বিএনপি’র সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজার নামাজ বুধবার যোহর নামাজ বাদে রেলিগেট বাইতুল ইলাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে রেলিগেট নিজ বাড়ীতে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান,সিনি: ভাইস চেয়ারম্যান সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ,বাংলাদেশ জামায়াতে ইসলাম’র মনোনীত খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, পাট ব্যবসায়ী বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ, দৌলতপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক সহ নেতৃবৃর্ন্দ ও মসজিদের মুসল্লীগন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার যোহর নামাজ বাদ মরহুমের নিজ বাড়ীতে দোয়া মাহফিলে পরিবারের পক্ষ হতে সকলকে শরিক থাকার আহবান করা হয়েছে।।



