স্থানীয় সংবাদ

খুলনা-বাগেরহাট ও সাতক্ষিরায় বিএসটিআই’র ১টি মোবাইল কোর্ট ও ৩টি সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা জেলার রূপসা উপজেলায় বুধবার দিনব্যাপি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ইট তৈরীর ভাটাসমূহ পরিদর্শন ও লাইসেন্স গ্রহন/নবায়নের তাগিদ প্রদান এবং জব্দ তালিকা পূরণ করা হয়। আগামী ১২ জানুয়ারী ২৬ মধ্যে লাইসেন্স গ্রহন/নবায়নের আবেদন না করলে উক্ত প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। খুলনার রুপসা শ্রীফলতলা মেসার্স আজাদ ব্রিকস-২,মেসার্স আজাদ ব্রিকস-৩, রুপসার ভবানীপুর মেসার্স নিউ আজাদ ব্রিকস, রুপসার আলাইপুর মেসার্স নিউ আজাদ ব্রিকস-৩, রুপসা আজগরা মেসার্স সিয়াম ব্রিকস, ভবানীপুর মেসার্স সিয়াম ব্রিকস ম্যানু:-২,রুপসা ডোমরা মেসার্স সেলিম ব্রিকস ম্যানু:-২,চন্দনশ্রী মেসার্স সেলিম ব্রিকস ম্যানু:,ভবানীপুর মেসার্স হিরো ব্রিকস, মেসার্স ভৈরব ব্রিকস ম্যানু:, মেসার্স এজাজ ব্রিকস, মেসার্স আতাউল ব্রিকস, আলাইপুর মেসার্স আলাইপুর ব্রিকস ম্যানু:, নন্দনপুর মেসার্স মুন ব্রিকস কোং। অভিযানে ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা,ফিল্ড অফিসার (সিএম) মোঃ তরিকুল ইসলাম সুমন ও পরীক্ষক (পুরকৌশল) প্রকৌঃ সাজিদ হাসান দীপ্র এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। বাগেরহাট জেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে বাগেরহাটের ফকিরহাটে মেসার্স কামাল ফিলিং স্টেশন এবং মেসার্স আরা ফিলিং স্টেশনে ব্যবহৃত অকটেন, পেট্রোল এবং ডিজেল ডিস্পেন্সিং ইউনিট থেকে সরবরাহকৃত তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। মোবাইল কোর্ট মোঃ মোতালেব হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুবাশ্বেরা সিদ্দিকা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তড়িৎ চন্দ্র শীল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়। এছাড়া জব্দ তালিকা পূরণ করা হয়। আগামী ১১ জানুয়ারীর মধ্যে লাইসেন্স গ্রহণের আবেদন না করিলে প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়া সাতক্ষীরা জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরার সদর দক্ষিণ আলিপুর মেসার্স নিউ আলিপুর ব্রিকস, দেবহাটা পুষ্পকাঠি মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, ভোমরা শ্রীরামপুর মেসার্স ডি আই ব্রিকস, উত্তর কুলিয়া মেসার্স জাহিদ ব্রিকস, দক্ষিণ কুলিয়া মেসাস ইব্রাহিম ব্রিকস, দক্ষিণ পারুলিয়া মেসার্স আয়ান ব্রিকস, দক্ষিণ সখিপুর মেসার্স ইসলামিয়া ব্রিকস, হাদীপুর হাদীপুর মেসার্স এস কে ব্রিকস ট্রেডার্স, হাদীপুর মেসার্স রুপা ব্রিকস, শ্রীরামপুর বাজার মেসার্স রাজমহল মুড়ি মিল, সেকেন্দ্রা সম্রাট ফুডস, পারুলিয়া উত্তরণ কমিউনিটি,স্বস্তি সুধা মিষ্টান্ন ভান্ডার, রবীন্দ্র দধি মিষ্টি, সখিপুর জামান ফুড প্রোডাক্টস।অভিযান মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম), মো: তরিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: রহিজ আহমেদ, পরীক্ষক (মেট)-এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। স্কোয়াড অভিযান খুলনা জেলার ফুলতলা উপজেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। ফুলতলা দামোদর আরকান এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত কেক ও বিস্কুট উৎপাদন, মোরকজাত ও বাজারজাত করছে। অতিদ্রুত সনদ গ্রহণের জন্য বিএসটিআই পরামর্শ প্রদান করে ও পদ্মা সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজ পণ্য মোরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লবণ মোরকজাত ও বাজারজাত করছে। এফ এম পরিবহন লিমিটেড ব্যবহৃত ডিসপেনসিং ইউনিটের পরিমাপ যাচাইপূর্বক সঠিক পাওয়া যায়। স্কোয়াড অভিযান আলী হাসান, পরিদর্শক (মেট) এবং হাফিজুর রহমান, পরিদর্শক(মেট) কর্তৃক পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই খুলনা বিভাগীয় কায্যলয়ের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button