স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় পিতা-মাতার জিম্মায় হস্তান্তরের পর আবারও ঘর ছেড়েছে অষ্টম শ্রেণির ছাত্রী

দিঘলিয়া প্রতিনিধি ঃ
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মধ্যমপাড়া থেকে প্রেমের টানে ঘর ছাড়া অষ্টম শ্রেণির জনৈক ছাত্রী (১৪) কে পুলিশ উদ্ধার করে পিতা-মাতার জিম্মায় দেওয়ার পর আবার পালিয়েছে অজানা ঠিকানায়।
নিরুদ্দেশে গমন ছাত্রী (১৪) কে তার অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ পেয়ে চা বিক্রেতা কবিরের পুত্র ইমন (২০)সহ পুলিশ তাদের উদ্ধার করে ৫ জানুয়ারী থানায় হাজির করে। দিঘলিয়া থানা পুলিশ ছেলে-মেয়ের উপস্থিতিতে তাদের মসলেকা নিয়ে মেয়েকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করে। মেয়ের পিতা মেয়েকে তার এক আতœীয়ের বাসায় নিরাপদে রেখে এলে মেয়েটি সেখান থেকে নিরুদ্দেশের উদ্দেশ্যে বাড়ি ছাড়ে।
সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চা বিক্রেতা কবিরের পুত্র ইমন (২০)। সে প্রতিবেশী অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪)কে ফুসলিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমন প্রতিবেশীর বাড়িতে নিয়মিত যাতায়াত করত। সে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে গত শনিবার (৩ জানুয়ারি-২০২৬) তারিখে কিশোরীকে নিয়ে উধাও হয়ে যায়। কিশোরীর পরিবার ৪ জানুয়ারি দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ইমনের পরিবারকে চাপ সৃষ্টি করলে ইমনের স্বজনেরা ৫ জানুয়ারী-২০২৬ ছেলে-মেয়ে উভয়কে হাজির করে এবং মেয়েটিকে তার পিতা-মাতার জিম্মায় হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button