জাতীয় সংবাদ

সুন্দরবনের বেড়াতে এসে জাহাজে ঢাবি শিক্ষকের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাবির কলা অনুষদের শিক্ষকদের জন্য একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফররত অবস্থায় বুধবার (৭ জানুয়ারি) সকালে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তিনি জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আজীবন সদস্য ছিলেন।

সহকর্মীরা জানান, পেশাগত জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন অধ্যাপক আতাউর রহমান। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের সঙ্গে হাসিমাখা মুখে বিনয়ী আচরণ করতেন।
এদিকে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনায় বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এছাড়াও শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন হওয়ার কথা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button