জাতীয় সংবাদ

ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত

প্রবাহ রিপোর্ট ঃ সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ জানান তিনি। বৈঠকে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রটোকল দেয়া হচ্ছে। যা জনগনের মাঝে রং মেসেজ দিচ্ছে। প্রটোকল সবার জন্য সমান হতে হবে। সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হচ্ছে, কাউকে দেয়া হচ্ছে না। অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘একতরফা নির্বাচন হলে দেশের একটি দল চলে গেছে। অন্য দল যারা এমন কাজে জড়িত থাকবে, তাদেরও কিন্তু চলে যেতে হবে। এভাবে দেশ রাজনৈতিক দল শূন্য হবে, ক্ষতিগ্রস্ত হবে।’

মনোনয়নপত্র বাছাইয়ে বৈষম্য হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা তাহের বলেন, মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করেছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি দলের পক্ষ থেকে ভোটারদের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে যা আচরণ বিধির লঙ্ঘন। এটা বন্ধের জন্য আমরা কমিশনকে বলেছি।
এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার কথা বলা হয়েছে কমিশনে, কমিশন রাজি হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও জানান জামায়াতের নায়েবে আমির।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button