জাতীয় সংবাদ

নির্বাচন সামনে রেখে বিএনপির ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপ চালু

প্রবাহ রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন অ্যাপ চালু করেছে বিএনপি, নাম ম্যাচ মাই পলিসি। জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসি-ভিত্তিক আলোচনা এবং তরুণ প্রজন্মের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ওয়েব অ্যাপ ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপটি বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‌্যাকটিভডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।বিএনপি সূত্রে জানা গেছে, এটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে পলিসির সঙ্গে সবার মতামতের। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, আর সোয়াইপ করেই জানা যাবে নিজের আপনার অবস্থান।এছাড়াও অ্যাপে অপশন রাখা হয়েছে। সেখানে লেখা যাবে পলিসি বিষয়ে পরামর্শ।এতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো— ‘জেন জি’, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা এবং জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা।এছাড়া অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে— যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।বিএনপি মনে করে, ‘ম্যাচ মাই পলিসি’ কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button