স্থানীয় সংবাদ

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

খবর বিজ্ঞপ্তি : খুলনা সার্জিকাল ক্লিনিক থেকে যাত্রা শুরু করে মানবসেবায় নিরলস অবদানের মধ্য দিয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল আজ ৩৮ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পিঠা উৎসব, বই বিতরণ, স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালবেলায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মাদ শাহনেওয়াজ খালেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. আব্দুল মান্নান, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. (মেজর-অব.) সেখ আমজাদ হোসেন, পরিচালক, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজী সেজান তানভীর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ ৩৮ বছর ধরে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক চিকিৎসা, মানবিক সেবা ও দক্ষ চিকিৎসক তৈরিতে এই প্রতিষ্ঠান অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও বই বিতরণের মাধ্যমে সমাজের প্রতি হাসপাতালের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটে।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button