খুলনায় শীতার্ত মানুষের মাঝে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর আওতাধীন রূপসা ৮০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও খুলনা ২২৫ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুরের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন, খুলনার তত্ত্বাবধানে ৬০০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
০৮/০১/২০২৬ তারিখ সোমবার রূপসা ৮০০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইট অফিসে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আসাদুজ্জামান আরিফ এবং নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্ল্যান্ট ম্যানেজার, অরুন কুমার দত্ত সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই সহায়তার জন্য নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।



