কুয়েটের নির্মাণাধীন ভবনের ৩ তলার ছাদ থেকে পড়ে গোলাম মোস্তফা নামের এক শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( কুয়েট) নির্মাণাধীন দশ তলা ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক গোলাম মোস্তফা (২০) এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানবশত তিনি নিচে পড়ে যান। সহকর্মীরা উদ্ধার করে তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় সহকর্মীরা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের অফিস ঘেরাও করে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং শ্রমিকদের সূত্রে জানা গেছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিউ প্রশাসনিক ভবনের ১০ তলা ভবনের নির্মাণ কাজ করছিলেন সিভিল ইঞ্জিনিয়ার্স এবং এসএসএল জেভি নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। গতকাল ৮ জানুয়ারি বিকাল ৪ টার দিকে নির্মাণাধীন দশতলা ভবনের ৩য় তলায় অন্যান্যদের সাথে কাজ করছিল গোলাম মোস্তফা (২০) নামের এক শ্রমিক। অসাবধানতাবশত তিন তলা ছাদ থেকে তিনি নিচে পড়ে যায়। সহকর্মে শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শ্রমিক গোলাম মোস্তফার বাড়ি রংপুর বদরগঞ্জ উপজেলায়। এদিকে নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের অফিস ঘেরাও করে। এ সময় তারা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের সেফটি এবং বিদ্যুতের বিষয়ের নানা অভিযোগ তুলে ধরেন। এবিষয়ে কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ জানান, নতুন প্রশাসনিক ভবনের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা ছাদ থেকে সাব কন্টাকটারের একজন শ্রমিক যায়। দ্রুততাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।



